কিশোরগঞ্জ প্রতিনিধি : জেলার বাজিতপুর উপজেলায় প্রতিপক্ষের আঘাতে শহর আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

উপজেলার হিলচিয়া ইউনিয়নের বালিগাঁও গ্রামে শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শহর আলী বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বালিগাঁও গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়নের মোজাম্মেল ইসলাম ও শরিফ উদ্দিনের সঙ্গে একই এলাকার শহর আলীর জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে সন্ধ্যার পর এলাকায় সালিশ-বিচার অনুষ্ঠিত হয়। সালিশে দুইপক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন শহর আলীকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাজিতপুর থানার ওসি সুব্রত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ওএস/এইচআর/অক্টোবর ১১, ২০১৪)