একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজলোর নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী, সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রায়ন প্রকল্পের সুবিধাভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারের ২৪ টি বাসগৃহ পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক আবু কায়সার খান। 

পরিদর্শনকালে জেলা প্রশাসক একটি শুপারী গাছ লাগান,সেই সাথে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেন এবং খোঁজ খবর নেন। এসব পরিবারের কোন সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে জানতে চান। ঘর পেয়ে আশ্রয়ণের বাসিন্দারাও জেলা প্রশাসকের কাছে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্মিয়া সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন আক্তার, নবাবপুর ইউপি চেয়ারম্যান মো.বাদশা আলমগীর, ইউনিয়ন ভূমি সহকারী সুকুমার, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ইউপি সদস্য (মেম্বার) গৃহহীন পরিবার এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

আশ্রয়ণের বাসিন্দারা জানান, জীবনে আমরা অনেক কষ্ট করেছি। আমাদের থাকার মত ঘর বসবাস করার মতো জমি কিছুই ছিল না,প্রধানমন্ত্রীর কারণে আমরা আশ্রয় পেয়েছি। ঘর পেয়ে আমরা খুবই আনন্দিত। এখানে পানি, বিদ্যুৎ এর ব্যবস্থা রয়েছে। আমাদের কোন সমস্যা নেই। ইউএনও আম্বিয়া সুলতানা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় এবং নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীরের কঠোর পরিশ্রমের কারণে আজ আমরা আশ্রয় স্থল পেয়েছি, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ।

নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর বলেন, আপনারা যারা আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন তাদের জন্য অগ্রাধিকার,পরিষদের সব ধরণের সহযোগীতা পাবেন,আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো, আপনারা মিলেমিশে থাকবেন কখনো ঝগড়া বিবাদ করবেন না, সকল সুবিধা-অসুবিধা আমাকে জানাবেন।

সুবিধাভোগীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে যে ঘর উপহার দিয়েছেন সেই ঘরে আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস করবেন। একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবেন। ঘরের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঘরের যত্ন নিবেন। কোন সমস্যা থাকলে চেয়ারম্যান, মেম্বারদের কাছে জানাবের।

(একেএমজি/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২২)