রবিউল ইসলাম, গাইবান্ধা : সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসএসসি/ সমমানের পরীক্ষা। 

উপজেলা মাধ্যমিক অফিস জানায়, এ বছর পলাশবাড়ী উপজেলায় ০৬টি কেন্দ্রে মোট ৪০৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবেন। যার মধ্যে পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৭৪ জন,পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২৫ জন,ফকিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৩৪ জন,বাসুদেবপুত্র সিকে উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৮৪৪ জন,তালুকজামিরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৯৩ জন, পলাশবাড়ী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪০৪ জন পরীক্ষার্থী রয়েছে।

উপজেলার বাসুদেবপুর সিকে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জানা যায়,ওই কেন্দ্রে আজ প্রথম দিনের পরীক্ষায় ৮১৪ জন পরীক্ষার্থী মধ্যে উপস্থিত রয়েছে ৮০৮ জন বাকী ০৬জন পরীক্ষার্থী অনুপস্থিত।এই কেন্দ্রে ০৮ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করছেন।ফকিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জানা যায়,আজ প্রথম দিনের পরীক্ষায় ৭১৭জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত রয়েছে ৭১০জন বাকী ০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত।।এই কেন্দ্রে ১১ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করছেন।

বাসুদেবপুর সিকে উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও ওই কেন্দ্রের কেন্দ্র সচিব একেএম আব্দুর নুর জানান, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন জানান, উপজেলার ০৬টি কেন্দ্রে সুষ্ঠভাবে পরীক্ষা নেয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন জানান, সুন্দর ও সুষ্ঠ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে। তিনি আরো জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দু'টি কেন্দ্র থেকে ০৩ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

(আর/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২২)