একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ী‌তে বিলুপ্ত জা‌তের প্রায় বি‌দেশী টিয়া প্রজা‌তির ১৫‌টি (ল‌‌ড়ি) পাখি ও এক‌টি হনুমান উদ্ধারসহ সাঈদুর রহমান মন্ডল (৩৬) না‌মে এক পাচারকারী‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

বুধবার দুপুরে গোয়ালন্দ মোড় থেকে চুয়াডাঙ্গাগামী এক‌টি যাত্রীবা‌হি বাসে তল্লা‌সি চা‌লি‌য়ে ওই পন‌্যপ্রাণী উদ্ধারসহ পাচারকারীকে গ্রেফতার ক‌রে সদর থানা পু‌লিশ।

গ্রেফতারকৃত সাঈদুর চুয়াডাঙ্গার জীবননগরের পুরান লক্ষীপুর গ্রা‌মের মোঃ জ‌মির উ‌দ্দি‌ন মন্ড‌লের ছে‌লে।

প‌ড়ে রাজবাড়ী সদর থানা পুলিশ উদ্ধারকৃত বিলুপ্ত জা‌তের বন‌্যপ্রাণী গু‌লো রাজবাড়ী বন বিভা‌গের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবউজ্জামান এর কা‌ছে হস্তান্তর ক‌রেন।

রাজবাড়ী সদর থানার ও‌সি শাহাদাত হো‌সেন এর সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, দুপু‌রে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে গোয়ালন্দ মো‌ড়ে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা চুয়াডাঙ্গাগামী এক‌টি বা‌সে তল্লা‌সি চা‌লি‌য়ে বি‌দেশী বিলুপ্ত জা‌তের এক‌টি ছোট হনুমান ও ১৫‌টি (ল‌ড়ি) টিয়া প্রজা‌তির পাখি উদ্ধার এবং সাঈদুর রহমান মন্ডল নামে এক পাচারকারী‌কে গ্রেফকার ক‌রেন। প‌ড়ে বন বিভা‌গের কর্মকর্তার কা‌ছে উদ্ধারকৃত বন‌্যপ্রাণী ও আসামী‌কে হস্তান্তর ক‌রেন। এ বিষ‌য়ে আই‌নি কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়েছে।

রাজবাড়ী বন বিভা‌গের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবউজ্জামান ব‌লেন, বিষয়‌টি নি‌য়ে তি‌নি উর্দ্ধতন কর্তৃপ‌ক্ষের সা‌থে আ‌লোচনা কর‌বেন। এবং তারা যে সিদ্ধান্ত দে‌বে, সে অনুযায়ী তি‌নি ব‌্যবস্থা নে‌বেন।

তি‌নি আরও ব‌লেন, পাখি গু‌লো দে‌শি না, বি‌দেশী। এই পাখি গু‌লো যারা নি‌য়ে আস‌ছে, তা‌দের কোন লাই‌সেন্স নাই। সম্পূর্ণ অ‌বৈধ উপায় পা‌খি গু‌লো আনা হ‌য়ে‌ছে।

(একেএমজি/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২২)