ছাদেকুল ইসলাম রুবেল, গাইবানান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশশ্মান ঘাট।সম্প্রতি কিছুটা উন্নয়ন সাধিত হলে ও অর্থের অভাবে আশানুরুপ উন্নয়ন সম্ভব হচ্ছে না বলে জানান সনাতন ধর্মালম্বীরা।

বুধবার বিকেলে সরেজমিন তথ্যানুসন্ধানে দেখা যায় চিতা জ্বালানোর অবকাঠামো মরিচিকা ধরেছে। পুকুরের দুই পার্শ্বে প্যালাসাইটিং নির্মান না করায় ভেঙ্গে পরছে। দুইটি টয়লেট এর একটি ও ব্যাবহার উপযোগী নয়। কালী পুজা করার জন্য নির্ধারিত স্থানে বড় কোন সেড নেই। পানি সরবরাহের জন্য মোটর, ট্যাংকি পাইপ লাইন নেই।নেই বেসিনের কোন ব্যবস্থা।কোন ভিআইপি ভিভি আইপির শেষকৃত্য সম্পাদনের সময় বসার জন্য কোন অফিস রুম নেই।

রাঙ্গামাটি গ্রামের জনৈক্য ব্যাক্তি বলেন শশ্মান কমিটির বর্তমান সভাপতি ও উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী দীলিপ চন্দ্র সাহা দায়িত্ব গ্রহনের পর শশ্মানের দৃশ্যমান কিছু উন্নয়ন সাধন হয়েছে।

উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি জনাব নির্মল মিত্র বলেন, সরকারি সহায়তা পেলে দ্রুত এসব কাজ সম্পাদন করা সম্ভব হবে।

(এসআইআর/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২২)