সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাট গ্রামে একটি দোতালা বাড়িতে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় বাড়িটির আসবার পত্রসহ ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বাড়ির মালিক নুরুল ইসলাম গুরুতর ভাবে আহত হয়েছে। তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, মধ্য ভদ্রঘাট গ্রামে চিরকুমার নুরুল ইসলাম (৫৭) দোতালা বাড়িতে একাই বসবাস করতেন। অন্যান্য দিনের মত শুক্রবার রাতে নুরুল ইসলাম নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। শুক্রবার মধ্য রাতে দুবৃত্তরা পেট্রোল দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও সিরাজগঞ্জ দমকাল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে ও নুরুল ইসলামকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। নুরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

কামারখন্দ থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। খামারখন্দ থানার অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ না দেয়ায় মামলা হয়নি। তবে ঘটনার কারন অনুসন্ধান চলছে।

তবে গ্রামবাসী জানান, গত ৮ অক্টোবর রাতে একই গ্রামের রহিম বক্সের পুত্র তাঁত ব্যবসায়ী শাহ আলম ও তার স্ত্রী আরজিনা বেগম এসিড সন্ত্রাসের শিকার হয়। নুরুল ইসলাম এসিডদগ্ধদের পক্ষ নেয়ার প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পাওে বলে ধারনা করা হচ্ছে।

(এসএস/জেএ/অক্টোবর ১১, ২০১৪)