শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহে সিপিবি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে গতকাল শুক্রবার বিকালে চৌরাস্তা মোড়ে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

লুটপাট রাজনৈতিক দূবৃর্ত্তায়ন রোধ, সার নিয়ে কৃষকের ভোগান্তি দূরীকরণ, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ভ্যান-রিক্সা ইজিবাইকের অযৌক্তিক নিবন্ধন বাতিলের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয় । এতে প্রধান অতিথী ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড লাকী আক্তার।

এতে বক্তব্য রাখেন সিবিবি’র ঝিনাইদহ জেলার শাখার সাধারণ সম্পাদক স্বপন বাগচী, বাসদ’র ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক এড. আসাদুল ইসলাম আসাদ, উদীচী জেলা শাখার সভাপতি কেএম শরফিুল ইসলাম, যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা সভাপতি আবু তোয়াব অপু, জেলা কমিটির সদস্য আসাদুজ্জামান বাদশা প্রমুখ

বিক্ষোভ ও সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি’র শৈলকুপা শাখার সম্পাদক সাজ্জাদ হোসেন। কর্মসূচী সঞ্চালন করেন সিপিবি’র জেলা কমিটির সদস্য সুজন বিপ্লব ।

বিক্ষোভ সমাবেশে সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারী নেত্রী লাকী আক্তার কলেন, ‘‘এ লড়ায় ভাতের ও ভোটের লড়াই, কমিউনিস্ট পার্টির একার লড়ায় নয়। এটা সবার রাজনৈতিক লড়ায়, আপনারা একাত্ব হোন, ঘরে-বাহিরে জোট বাঁধুন। কথা বলুন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, কথা বলুন সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে, কথা বলুন দুঃশাসনের বিরুদ্ধে, কথা বলুন ভাত ও ভোটের অধিকার রক্ষার জন্য, কথা বলুন বাক-স্বাধীনতার জন্যে ।

সিপিবি’র সমাবেশে দলটির স্থানীয় নেতাকর্মীরা যোগ দেয়। এছাড়া বাসদ সহ সমমনা বাম দলের সমর্থকরা বিক্ষোভে যোগ দেয়।

(এসআই/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২২)