মারুফ সরকার, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌরসভার চক কোবদাসপাড়া মহল্লায় ড্রেন ও রাস্তা না থাকায় জলাবদ্ধতা ও চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে মহল্লাবাসী। এতে করে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ।

বুধবার সারাদিন বৃষ্টির মধ্যে সরোজমিন গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের চককোবদাস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও আশরাফুল উলুম হাফিজিয়া কওমী মাদ্রাসার পিছনে মাটির রাস্তা দিয়ে প্রায় ১০০টি পরিবার চলাচল করে। আর এই চলাচলের সময় বৃষ্টির দিনে নানা সমস্যার সম্মুখীন হতে হয় । বর্তমান ওই মহল্লাবাসীরা হাটু ও কোমর পানিতে চলাচল করছে। রাস্তাটি কাঁচা ও রাস্তার পাশে কোন ড্রেন না থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় পরে মহল্লাবাসী। এতে করে পানিবাহিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ।

ভুক্তভোগী গোলাম মোস্তফাসহ একাধিক ব্যাক্তি বলেন, কোমর পানির মধ্যে আমরা চলাচল করছি। পানি নিষ্কাশনের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য মেয়রের সুদৃষ্টি কামনা করছি।

স্থানীয় মহল্লাবাসীদের দাবী পানি নিষ্কাশনের জন্য ড্রেন ও চলাচলের জন্য গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত কাজ করবে পৌর কর্তৃপক্ষ।

এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ শিখা খাতুন জানান, জলাবদ্ধতার কারণে বর্তমানে বাসের সাঁকো ও পানি কমলে স্থায়ী ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন।

(এমএস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২২)