শিমুল সাহা, লক্ষ্মীপুর : আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকাল ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ রতন লাল ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি এডঃ প্রিয় লাল নাথ,সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ,যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ

সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা, মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন, আনসার-ভিডিপি ও পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত এবং র‌্যাব-বিজিবি টহলে থাকবে বলে জানান জেলা প্রশাসক। আর জেলায় দূর্গা পূজা উদযাপনে শান্তি-শৃংখলা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।

আগামী ১ অক্টোবর থেকে হিন্দু ধর্মালম্বীদের সবচেয় বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। আর এবার জেলায় ৭৮ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজার প্রতিমা শোভা পাবে।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২২)