মারুফ সরকার, সিরাজগঞ্জ : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাড়াশের চার সাংবা‌দি‌ক খালাস। (১৯ সে‌প্টেম্বর) সোমবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আসামিদেরকে নির্দোষীতে খালাস প্রদান ক‌রেন।

খালাসপ্রাপ্ত সাংবা‌দিকরা হ‌লেন, দৈ‌নিক আজ‌কের পত্রিকার তাড়াশ প্র‌তি‌নি‌ধি ও তাড়াশ প্রেস ক্লাবের সদস্য র‌ফিকুল ইসলাম (৪৮) ও দৈ‌নিক ভো‌রের পাতা প‌ত্রিকার প্র‌তি‌নি‌ধি ক‌বি হা‌দিউল হৃদয় (২৭) আনন্দ টি‌ভি ও দৈ‌নিক মানবকণ্ঠ প‌ত্রিকার প্র‌তি‌নি‌ধি সো‌হেল রানা সোহাগ (২৭), সকা‌লের সময় প‌ত্রিকার প্র‌তি‌নিধি মহসীন আলী (৪৬) খালাস প্রাপ্তরা সবাই সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপ‌জেলার স্থানীয় বাসিন্দা।

মামলা সূ‌ত্রে জানা যায়, গত ২০১৯ সা‌লের ২ ডি‌সেম্বর সন্ধ্যার দি‌কে তাড়াশ থানার গে‌টের সাম‌নে জনৈক্য এক নারীর সা‌থে গোলাম মোস্তফা জনতার হা‌তে আটক হ‌লে এলাকাবাসী গণ‌ধোলাই‌ দেয়। এ ঘটনায় নি‌য়ে স্থা‌নীয় সাংবা‌দিকরা সংবাদ প্রকাশ কর‌লে গোলাম মোস্তফা ওই চার সাংবা‌দি‌কের না‌মে প্রথ‌মে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে মামলাটি ক‌রেন। পরে রাজশাহীতে মামলা‌টি স্থানান্তর হ‌লে দীর্ঘ শুনানির পর বিচার কার্য শে‌ষে এ রায় ঘোষণা করেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২২)