ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতায় বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বাংলাদেশ নারী ফুটবল দলের এ সাফল্যে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সাথে কোচ কর্মকর্তাকেও তিনি অভিনন্দন জানিয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সাফের ফাইনালের মহারণে বাংলাদশের শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর এক বার্তায় সাবিনা-সানজিদাদের অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, সাফ চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বিশ্ব নারী ফুটবলে বাংলাদেশের বিস্ময়কর অগ্রযাত্রা সূচিত হলো। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্যে দিয়ে আমাদের দল তাদের সমতা প্রমাণ করেছে। দেশের নারী ফুটবলের ইতিহাসে নিঃসন্দেহে এটি এক মাইলফলক।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের নারী ফুটবলাররা আজ কোটি বাঙালির স্বপ্ন ছুঁয়েছে। সকল বাধা বিপত্তি অতিক্রম করে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নতুন ইতিহাস রচনা হয়েছে।

(এসকেকে/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২২)