কেন্দুয়া প্রতিনিধি : শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন জন্ম নিবন্ধন সহ সামগ্রীক কর্মকান্ডকে এগিয়ে নিতে কেন্দুয়ায় যোগদানের পর থেকেই একনিষ্ঠ ভাবে কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল। কর্মে যোগদানের পর গত ৭ সেপ্টেম্বর তিনি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশিল সমাজের লোকদের সাথে এক মতবিনিময় সভা করেন। এতে তিনি যার যার অবস্থান থেকে কেন্দুয়াকে সুন্দরভাবে এগিয়ে নিতে আন্তরিক সহযোগিতা চান। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ জানান, ইউএনও কাবেরী জালাল কেন্দুয়ায় যোগদানের পর থেকে তার একনিষ্ঠ কর্তব্যনিষ্ঠা আমাদের অনুপ্রাণিত করেছে। তিনি জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ক ক্যাম্পেইনে যোগদিয়ে ওই কাজের গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছেন। 

ইতিমধ্যে তিনি নওপাড়া, কান্দিউড়া, মোজাফরপুর, পাইকুড়া, চিরাং, মাসকা সহ বিভিন্ন ইউনিয়নে জন্মমৃত্যু নিবন্ধন বিষয়ক ক্যাম্পেইনে যোগদান করে সকল শ্রেণিপেশার মানুষকে এর গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। এছাড়া কৃষকদের কল্যানে এবং কৃষকরা যাতে কোন প্রকার হয়রানির শিকার না হন সেজন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির উদ্যোগে সকল বিসিআইসি ও বিএডিসি সার ডিলার সহ খুচরা বিক্রেতাদের নিয়ে পর পর সভা আহবান করেন। সভায় সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির জন্য জোড়ালো তাগিদ দেন ডিলারদের।

মঙ্গলবার দুপুরে উপজেলা গ্রামীন অবকাঠামো সংস্কার ও রক্ষনাবেক্ষন কমিটির সভায় তিনি ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আপনারাই তৃণমূল পর্যায়ের জনগনের ভাগ্য উন্নয়নে একনিষ্ঠ ভাবে কাজ করে থাকেন। আমি চাই সরকারের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাক। সে জন্য সকলকে একনিষ্ঠ ও আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান তিনি। তিনি এস.এস.সি পরীক্ষা সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের জন্যও কঠোর কঠিন পদক্ষেপ নিয়েছেন।

ইউএনও কাবেরী জালাল বলেন, আমার ধ্যান জ্ঞানই হচ্ছে জনগণের কল্যান করা। আমি কেন্দুয়া উপজেলার সামগ্রীক কর্মকান্ডকে এগিয়ে নিতে সকল শ্রেণিপেশার মানুষের আন্তরিক সহযোগিতা চাই।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২২)