স্টাফ রিপোর্টার : দেশের অধস্তন আদালতের ১০ বিচারককে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বিচার বিভাগীয় এসব কর্মকর্তাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির নির্দেশক্রমে সোমবার (১৯ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-১) এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়ার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসে কর্মরত ১০ জন বিচার বিভাগীয় কর্মকরতাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তারা বদলিকৃত কর্মস্থলেই নিযুক্ত থাকবেন।

এ ১০ বিচারককে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০২২)