রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে মাদকের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের আলহাজ্ব মো. মোজাফফর হোসেন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, ফারজানা ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার সরকার, অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ। কর্মশালা সঞ্চালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন।

কর্মশালায় মুক্তিযোদ্ধা, সুশীল নাগরিক, সাংবাদিক, পুলিশ প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, নারী প্রতিনিধি, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২২)