ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাণ্ডারীপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও বাড়িঘর ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা  ঘটে।

জানা গেছে, নিত্যানন্দপুর ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দীন বিশ্বাসের ছেলে মিল্টন ও তার সমর্থক রিপনের নেতৃত্ব একটি সংঘবদ্ধদল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ভাণ্ডারীপাড়া গ্রামে প্রবেশ করে। এ সময় তারা ওই গ্রামের গণেশ সূত্রধর,স্বপন ও সন্তোষের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এরপর আতংকে বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে ওই পরিবারগুলোর পুরুষ সদস্যসহ অনেকে।

ভুক্তভোগী ওই পরিবারগুলোর নারী সদস্যরা জানান, দূর্গপুজাের আর কয়েকদিন বাকি আছি।আমরা সকলে পুজাের প্রস্তুতি নিচ্ছি আর এর মধ্যে আমাদের বাড়িঘরে হামলা হওয়ায় আমরা খুব ভয় ও আতংকের মধ্যে দিন কাটাচ্ছি। হামলাকারী বলে গেছে এসব বিষয়ে মুখ খুললে এরচেয়েও ভয়াবহ ঘটনা ঘটবে।

নিত্যানন্দপুর ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দীন বিশ্বাস জানান, আমাকে প্রতিবন্ধকতার জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজন একটি সামজিক দল সৃষ্টি করছিল। এরই জেরে তুচ্ছ এই ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ঘটনাটি আমরা শুনেছি। হিন্দু সম্প্রদায়ের উপর হমলার ঘটনা দুঃখজনক। তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা কাজ করে যাচ্ছি।

(একে/এএস/সেপ্টেম্বর ২১, ২০২২)