রাজন্য রুহানি, জামালপুর : ক্ষমতার অপব্যবহার করে অন্যের জমিতে থাকা দোকান দখলের চেষ্টার অভিযোগে জামালপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না আক্তার লিপিকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার বিভাগ।

রাষ্ট্রপতির আদেশক্রমে ১৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জামালপুর সদরের বাসিন্দা মো. রেজাউল করিম নামীয় সিংহজানী মৌজার সিএস খতিয়ান নং-৫৭৯, এসএ খতিয়ান নং-৪৭৪, বিআরএস খতিয়ান নং-৪১৮০ যার নামজারি খতিয়ান ২২০৫১ ভুক্ত সিএস দাগ ২০১৪ এসএ দাগ ২৩৮০ বিআরএস দাগ ৭৫৫০, জমির পরিমাণ ০.৯০ একরের মধ্যে অবস্থিত একটি দোকান দখলের চেষ্টা করেছেন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তদন্তে প্রমাণিত হয়ছে এবং জেলা প্রশাসকের দাখিলকৃত প্রতিবেদনে অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

স্বপ্না আক্তার লিপির উক্ত কর্মকাণ্ড স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১), ৩২(১)(খ) (ঘ) অনুযায়ী অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অপরাধমূলক কার্যক্রম পৌরসভা ও জনস্বার্থের পরিপন্থী উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, তাই স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২(১)(খ) মোতাবেক পৌরসভা বা রাষ্ট্রের হানিকর কার্যকলাপে জড়িত থাকা এবং ধারা ৩২(১) (ঘ) মোতাবেক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করে স্বপ্না আক্তার লিপিকে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

(আরআর/এএস/সেপ্টেম্বর ২১, ২০২২)