তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে ছাত্র শিক্ষক ও অভিভাবকের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার ফুকরা মদন মোহন একাডেমীতে নব নির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নেয়ামুল হাচান সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী মিয়া, স্কুলের প্রধান শিক্ষক মোঃ জইন উদ্দিন, কাশিয়ানী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, ফুকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে.এম রফিক উল হাসান সুমন, তারাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার আহম্মেদ, অভিভাবক মাও. মারুফ হোসেন সরদার, নিপুন বাগচী, মোঃ আব্দুস সালাম মোল্লা, স্কুলের সহকারী শিক্ষক মাও. মোঃ ফাওজুল কবির সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে ২০১০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মত বিনিময় সভায় স্কুলের সভাপতি নেয়ামুল হাচান সজল বলেন, শিক্ষার গুনগত মান উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা করব। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বয়ে আমরা স্কুলের শিক্ষার উন্নয়নে কাজ করে যাব।

(টিকেবি/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২২)