শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপায় একটি নকল ঔষধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের আলমগীর হুসাইনের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বনি আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযুক্ত আলমগীর রোবেক্স ফার্মার জাইমো প্লাস ঔষধটি ভেজাল উপাদান দিয়ে উৎপাদন করে বেশ কয়েক মাস ধরে বাজারজাতকরণ করছিল।

তিনি আরও জানান, অভিযুক্তের বাড়িতে ঔষধ তৈরির মেশিন, ভেজাল কাঁচামাল ও ফাঁকা প্যাকেট পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করে নেওয়ায় মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মামুন খান। পরে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মালামাল জব্দ করা হয় ও র ম্যাটারিয়াল বিনষ্ট করা হয়।

(এসআই/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২২)