মো: শান্ত, নারায়ণগঞ্জ : দাঁতের যত্ন, সমস্যা ও প্রতিকার বিষয়ে পুলিশ হাসপাতালের উদ্যোগে কাশিপুর আইডিয়াল স্কুলে ছাত্র ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রাজারবাগ পুলিশ হাসপাতালের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের কাশিপুর আইডিয়াল স্কুলে এই ডেন্টাল ক্যাম্পে মোট ১৩০ জন ছাত্র ছাত্রীকে দন্ত বিষয়ক বিভিন্ন প্রকার সেবা ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও রোগীদের মুখ ও দাঁতের নানা রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জ্ঞান প্রদান করা হয়।

রাজারবাগ পুলিশ হাসপাতালের ডেন্টাল বিভাগীয় প্রধান ডাঃ ফরহাদ আহমেদ জেনিথের নেতৃত্বে ফ্রি ডেন্টাল ক্যাম্পে চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ নাফিউ রহমান পূণ্য, ডাঃ এম এ সাজ্জাদ ওয়ালি উল্লাহ, ডাঃ ফাহমিদা আফরিন সায়মা ও ডাঃ স্নেহা পাল।

মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড এর সহযোগিতায় স্বাস্থ্য সেবায় আরো উপস্থিত ছিলেন প্রমোশন অফিসার এম এইচ বাবেল ও মোঃ মিজান খান। এসময় চিকিৎসকগণ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান সহ সেনসিটিভ টুথপেস্ট বিতরণ করা হয়।

পরিশেষে কাশিপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ফারহানা ইসলাম আয়োজকদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

(এস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২২)