শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার সদর : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৭২টি পূজা মণ্ডপের জন্য জিআর চালের ডিও বিতরণ করা হয়েছে।

রাজনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষে হলররুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার-০৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ। সভাপতিত্ব করেন রাজনগর উপজেলার নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়াম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ।

প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাই জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে সবাই আনন্দ-উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা করতে পারছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অবাধে ধর্মাচরণ করতে পারছে। দুর্গা পূজাকে ঘিরে মন্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে।’

মৌলভীবাজার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজাদের রহমানের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

(এসকে/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২২)