কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ থেকে চুরি হওয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ-১১-২৪২১) টঙ্গী থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মাইক্রোবাস চুরির সঙ্গে জড়িত ২ চোরকে। এরা হলো- হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের মহির উদ্দিনে পুত্র ইলিয়াছ (২৬) ও তার সহযোগি শহরের হারুয়া এলাকার ফালু মিয়ার পুত্র রানা (২২)।

গত ০৮ অক্টোবর শহরের পাগলা মসজিদ এলাকা থেকে গাড়িটি চুরি হয়ে যায়। এ ব্যাপারে গাড়ির মালিক হারুয়া এলাকার বাসিন্দা নিগার সুলতানা থানায় জি.ডি করে। উক্ত জি.ডির প্রেক্ষিতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এস.আই নুরুল হুদার নেতৃত্বে শুক্রবার রাতে টঙ্গি টিএন্ডটি এলাকা থেকে চোরসহ গাড়ীটি উদ্ধার করে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, মাইক্রো চোর ২ জনেই মোটরসাইকেল চুরি সিন্ডিকেটেরও সদস্য। এ ব্যাপারে মডেল থানায় মামলা হয়েছে।


(পিকেএস/এসসি/অক্টোবর১২,২০১৪)