কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের বীরনোয়াকান্দি ও পার্শ্ববর্তী জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামবাসীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের  ঘটনায় গ্রেফতারের ভয়ে পুরুষ শূন্য হয়ে পড়েছে চার গ্রাম।

গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন ব্যাপি দু'দল গ্রাবাসীর মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষে ৬০ জন আহত এবং পুলিশ সহ গুলিবিদ্ধ হয় ৪ জন ।
এ ঘটনায় কটিয়াদী মডেল থানার পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪, তারিখ ৯অক্টোবর/২০১৪, ধারা ১৪৩, ৩২৩, ৩৩২, ৩৫৩ দঃবিঃ।
পুলিশ বৃহস্পতিবার রাতে এক অভিযান চালিয়ে ৩২ ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন । সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের ব্যাপক অভিযানের ফলে বীরনোয়াকান্দি, চরনোয়াকান্দি, আদমপুর ও উত্তর চরপুক্ষিয়া গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ আহসান হাবীব জানান ,এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে অপরাধীদের গ্রেফতারের জন্য অভিয়ান অব্যাহত থাকবে।

(পিকেএস/এসসি/অক্টোবর১২,২০১৪)