গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় সাবেক তথ্য ও সম্প্রচার সচিব কামরুন্নাহার, জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা দেব প্রসাদ পাল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফের ডা. নাহিদ ফেরদৌসী, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, কৃষি সম্প্রসারণের ডিডি ড. অরবিন্দ কুমার রায়, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, গণমাধ্যম কর্মী এস.এম নজরুল ইসলাম, সুন্সি মোঃ হোসাইন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

মত বিনিময় সভায় মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় শুদ্ধাচার চর্চার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিটি দপ্তরে শুদ্ধাচার চর্চা করতে হবে। যে দপ্তর যতবেশি শুদ্ধাচার চর্চা করবে সেই প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত হবে। সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। দুর্নীতি কমে আসবে। মানুষ প্রত্যাশিত সেবা পাবে। এ জন্যই জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়েছে।

এই মত বিনিময় সভায় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা সহ জেলার সব দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

(টিকেবি/এএস/সেপ্টেম্বর ২৪, ২০২২)