রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জেলা পর্যায়ের সামাজিক সম্প্রীতি সমাবেশ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি, পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজাত আলী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আক্তারুজ্জামান সিদ্দিকী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি লক্ষ্মীকান্ত পন্ডিত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোম প্রমুখ।

সামাজিক সম্প্রীতি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। এছাড়া অন্যদের মধ্যে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, জামিয়াতুল মুদারেসি'র সভাপতি মাওলানা মোঃ মজিবুর রহমান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, গারো সম্প্রদায়ের পক্ষ থেকে মারজেলা দালবত সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা সামাজিক সম্প্রীতি বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২২)