চট্টগ্রাম প্রতিনিধি : প্রায় দুই বছর আগে চট্টগ্রাম নগরীর আকবরশাহ বিশ্ব কলোনী এলাকা হতে চুরি হওয়া প্রাইভেট কার গাড়ি উদ্ধার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ট্রাফিক দক্ষিণ বিভাগ। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গাড়ি ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার  এন এম নাসিরুদ্দিন।

জানা যায়, আজ ১২ টা ৫০ মিনিটের সময় ট্রাফিক (দক্ষিণ) বিভাগের পুলিশ সদস্যরা ডিউটি কালীন সময়ে সার্জেন্ট অপু চন্দ্র মজুমদার পুলিশ সদস্য নাছির, শাহীন হোসেন, বিজন'দের সহযোগিতায় ০২ (দুই) বছর আগের চোরাইকৃত চট্টমেট্রো-গ-১১-৭৪৫৩ নাম্বারের গাড়ীটি চালকসহ আটক করা হয়।

পরবর্তীতে ডিউটি পুলিশ তাৎক্ষনিক বিষয়টি টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমাকে জানালে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে উক্ত গাড়ি খুলশী থানার মোবাইল টিম ৩৩ এর ইনচার্জ এসআই সুমন এর নিকট হস্তান্তর করেন। গাড়ির মালিকনাহিদা আক্তার মুন্নি দুই বছর আগের চোরাইকৃত প্রাইভেট কার খুঁজে পাওয়ার সংবাদ শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং কিছুক্ষণ এর মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন। সিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সিএমপি ট্রাফিক (দক্ষিণ) উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, দুই বছর আগে চুরি হওয়া প্রাইভেট কার ট্রাফিক ডিউটি পুলিশের কাছে আটক হয়েছে। যার গাড়ি তাকে ফেরত দেওয়া হয়েছে। আসলে সাবেক পুলিশ কমিশনার স্যারের উদ্যোগে চালু হওয়া ‘হ্যালো সিএমপি' অ্যাপসের সুফলে প্রতিদিন কোন না কোন ভুক্তভোগীরা সহযোগিতা পাচ্ছে। হারিয়ে যাওয়া ব্যাগ ও জিনিসপত্র ফেরত পাচ্ছেন।’

সাবেক সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরের বিশেষ উদ্যোগে ২০২১ সালের নভেম্বরে নির্মিত হয় 'হ্যালো সিএমপি' অ্যাপটি। এর মাধ্যমে নগরের ১৭টি রুটের মধ্যে তাদের গন্তব্যের নির্ধারিত ভাড়া জানতে পারবেন যাত্রীরা। পাশাপাশি কোনো পরিবহনে অতিরিক্ত ভাড়া দাবি করা হলে সে বিষয়েও অভিযোগ করতে পারবেন।

(জেজে/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২২)