প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজি টুলুর হস্তক্ষেপে মাদ্রাসায় পড়ুয়া নবম  শ্রেণির ছাত্রী সাফিয়া খাতুনের বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ের বয়স কম থাকায় পারিবারিক ভাবে খুব গোপনে বিয়ের কাজ শুরু করে মেয়ে পক্ষ, কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে তাহা বন্ধ হয়ে যায়। বর শামীম আহমেদ চরযোশরদী ইউনিয়নের ধর্মদী গ্রামের মৃত মোশাররফ হোসেন ছেলে।

সাফিয়া খাতুন উপজেলার চরযোশরদী ইউনিয়নের পৈলানপুট্টি গ্রামের ইউসুফ খানের মেয়ে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজি টুলু বলেন, সোমবার (২৬ সেপ্টেম্বর ) বিকালে সংবাদ পেয়ে উপজেলার চরযোশরদী ইউনিয়নের পৈলানপুট্টি গ্রামে যাই। যেয়ে দেখি একটি বাল্য বিয়ের প্রস্তুতি চলছে। পরে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। আঠারো বছর আগে মেয়ে বিয়ে দেবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়। এবং বর শামীম আহমেদ কে ৪৫ দিন সাজা প্রদান করা হয়।

(পিবি/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২২)