মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে লেবু মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আসামিদের পাহারায় থাকা কনস্টেবল সুব্রত সরকারকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত সোমবার সকালে সখিনা বেগম (৪৩) নামের এক নারীর লাশ লেবু মিয়ার ঘর থেকে উদ্ধার করে পুলিশ। এরপর থেকে ওই নারীর পরিবার শ্বাসরোধ করে হত্যার অভিযোগ তোলেন। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সখিনার সাবেক স্বামী মফিজুর রহমান ও একই এলাকার লেবু মিয়াকে দুপুরে উপজেলার বাঁশতৈল ফাঁড়ির এসআই সেলিম রেজা ও নেছার উদ্দিন আটক করেন। এরপর সকালে ফাঁড়ি থেকে খবর আসে লেবু মিয়া ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ কায়সার বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় কনস্টেবল সুব্রত সরকারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেনকে প্রধান করে সখিপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাকিবুর রাজা ও পরিদর্শক (ক্রাইম) সুব্রত কুমার সাহাকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হাজতখানায় রশির বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। কারও দায়িত্বে অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

(এসএম/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২২)