সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ৭৬তম জন্ম বার্ষিকী পালিত
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত কেককাটা ও দেয়া অনুষ্ঠিত হয়।
জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোকসোমুল হাকিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, যুবলীগ নেতা মাহি আলম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোছনা আরা, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, পৌর বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক মমিনুর রহমান মুকুলসহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
(আরকে/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২২)