মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইল এলজিইডি’র উদ্যোগে সু-শাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহন কমিটির প্রথম ত্রৈমাসিক সভা আজ বৃহস্পতিবার কনফারেন্স হলে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। মাঠ পর্যায়ের কার্যালয় সমুহে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার(২০২২-২৩) অংশ হিসেবে ওই সভা অনুষ্ঠিত হয়।

ভার্চুয়ালি ওই সভায় এলজিইডি ভবন থেকে যুক্ত হন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার। সভায় টাঙ্গাইল প্রান্তে সভাপতিত্ব করেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সহকারী প্রকৌশলী মৌসুমী রায়, জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, মেসার্স আলিফ ট্রেডার্সের ঠিকাদার এমআর খান টুটুল।

সভায় টাঙ্গাইল এলজিইডি’র কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

প্রকাশ, সু-শাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহন কমিটির প্রথম ত্রৈমাসিক সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ঢাকা বিভাগের ১৩টি জেলার অংশীজনরা ভার্চুয়ালি অংশ নেন।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২২)