নবী নেওয়াজ, পাবনা : ভাষা সৈনিক, বর্ষীয়ান বাম রাজনীতিবিদ, আইনজীবী, বিশিষ্ট কলাম লেখক, সাংবাদিক, পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদক একুশে পদকপ্রাপ্ত রনেশ মৈত্রর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার বিকাল পাবনা মহাশ্মশানে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন হয়।গত ২৬শে সেপ্টেম্বর ঢাকা পপুলার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ভোর ৩.৪৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার ভোরে ঢাকা হিমাগর থেকে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স যোগে পাবনার উদ্দেশ্যে রওনা দিয়ে বেলা ১টায় রনেশ মৈত্রর নিজ বাসভবন পাবনা শহরে পৌঁছায়। পারিবারিক কার্যক্রম শেষে বেলা ২:০০ টার দিকে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে নেয়া হয়। সেখানে ঘন্টা ব্যাপী রাখা হয়।

এ সময় ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা -৫ আসনের জাতীয় সংসদ সদস্য, পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আ,স,ম আব্দুর রহিম পাকন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেনী পেশার মানুষ। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ডঅপ অনার প্রদান করেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইয়ান ইসলাম ও পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জুয়েল।

বিকাল ৩টায় তাকে আনা হয় তার প্রাণের প্রিয় সংগঠন পাবনা প্রেসক্লাবের গলিতে সেখানে এক মিনিট নীরবতা পালন করার পর ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় স্মৃতিচারণ করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন। বিকাল ৩.৩০টায় তাকে নেওয়া হয় পাবনা জয় কালীবাড়ি মন্দিরে সেখানে ধর্মীয় আচার ও রীতি পালন শেষে পাবনা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

(এন/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২২)