এসকে সুলতান, আশুলিয়া : আশুলিয়ায় রনি ভুইয়া (২৫) নামে এক চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবসায়ীদের অস্ত্র ঠেকিয়ে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ উঠেছে। এসময় রনি ও তার সহযোগীদের হামলায় ৭ জন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্ত রনির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার জামগড়ায় মীর বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসা সুমন মীরের মালিনাধীন জান্নাত মীর ইন্টারনেট সার্ভিসের ব্যবস্থাপক শাহীন বাদী হয়ে রনিসহ ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত রনি ভুইয়া (২৫) আশুলিয়ায় জামগড়ার বকুল ভুইয়ার ছেলে।

শাহীন বলেন, সন্ত্রাসী রনি ও তার দলবল জামগড়ায় আশরাফ প্লাজা ও ব্রুখিল মার্কেটের আমাদের ইন্টারনেট সংযোগের তার কেটে দেয়। আমরা তার পুনসংযোগ দেয় হয়। এসময় জামগড়ায় তমিজউদ্দিন সুপার মার্কেটে আমাদের অফিসে হামলা করে ভাঙ্গচুর করে ও মার্কেটের ৪ থেকে ৫ টি দোকানও ভাঙ্গচুর করে। তাদের হামলা ঘটনাস্থলে ৭ জন গুরুতর আহত হয়।

হামলার শিকার ওষুধ দোকানি আলাউদ্দিন বলেন, হুইহুলর দেখে দোকানে শাটার নামিয়ে দেই। কিন্তু ১০ থেকে ১৫ জন শাটার তুলে ভাঙ্গচুর শুরু করে। আমি ভয়ে এক দোকানে এক কোনায় লুকিয়ে পড়ি। আমার প্রায় ৩ লাখ টাকার মত মালামাল ক্ষতি হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত রনির সাথে যোগাযোগের চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ইন্টারনেট ব্যবসা দখল নিয়ে হামলা ও ভাঙ্গচুেরে ঘটনা ঘটেছে। রনি ও তার দলবল প্রথমে হামলা করে, পরে সুমন মীরের লোকজনও পাল্টা হামলা করে। এসময় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরআগে ৪ জনকে উদ্ধার করে স্থানীয়রা।

এ বিষয়ে আশুলিয়ায় থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, বিষয় তদন্ত করা হচ্ছে। তদন্তে শেষে অঅইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল রনিসহ চারজনকে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল। স্থানীয়দের মতে গত দুইমাস আগে সে জামিনে আসে। তাঁর বিরুদ্ধে কারখানা ভাঙ্গচুরসহ আশুলিয়ায় থানায় একাধিক মামলা রয়েছে।

(এসকেএস/এসপি/অক্টোবর ০১, ২০২২)