নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জানালা ভেঙে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রী (১৭) কে ধর্ষণের ঘটনায় মামলার ২৪ দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ উঠেছে, আসামিরা এলাকায় দেদার ঘোরাফেরা করলেও রহস্যজনক কারনে পুলিশ তাদের ধরছে না। আর আসামি পক্ষের লোকজন বাদীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে বলে অভিযোগ রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর দিনগত রাতে গৃহবধূ তার বাবার বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। ওই রাতে বাড়িতে তার পরিবারের লোকজন কেউ ছিল না। গভীর রাতে ঘরের জানালা ভেঙে চাচাতো দেবর রনি ও প্রতিবেশী চাচা দেলোয়ার ঘরে প্রবেশ করে। এ সময় গৃহবধূ তাদের দেখতে পেলে তারা দু’জন ওড়না দিয়ে গৃহবধূর চোখ-মুখ বেঁধে ফেলে। এরপর দেবর রনি গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। আর ধর্ষণের সহায়তা করে প্রতিবেশী চাচা দেলোয়ার।

এ ঘটনায় ৬ সেপ্টেম্বর ওই গৃহবধূর মা বাদী হয়ে উপজেলার কালীগ্রাম মুন্সিপুর গ্রামের রহেদুল ইসলামের ছেলে রনি ইসলাম (২৪) ও কালীগ্রাম ডাকাহারপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে দোলোয়ার হোসেন (৩৫) কে আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী গৃহবধূ ও মামলার বাদী তার মা জানান, মামলা দায়ের করার ২৪ দিন পেরিয়ে গেলেও মামলার আসামিদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। মামলার আসামিরা এলাকায় ঘোরাফেরা করছে। পুলিশেকে খবর দিলেও পুলিশ আসামিদের ধরছে না। এছাড়া আসামি পক্ষের লোকজন আমাদেরকে মামলা তুলে নিতে এবং ঘটনাটি মিমাংসা করতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এতে করে আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ গনমাধ্যমকে বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(বিএস/এসপি/অক্টোবর ০১, ২০২২)