রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : “পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রবীণ হিতৈষী সংঘ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবীণ দিবসে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ, সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, সহ সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী সিদ্দিকী, সাবেক অধ্যক্ষ মো. লিয়াকত পারভেজ, ফারুক হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ প্রমুখ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে সাতক্ষীরায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামস্থ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা. সুশান্ত ঘোষ’র সভাপতিত্বে আলোচনা ও বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

(আরকে/এএস/অক্টোবর ০১, ২০২২)