আবুল কাশেম রুমন, সিলেট : সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাব এর ২০২২-২০২৪ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এনামুল হক এনাম (দৈনিক উত্তরপূর্ব ও সিলেট ভিউ২৪.কম) কে সভাপতি ও ইউনুছ চৌধুরী (দৈনিক সিলেটের ডাক) কে সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১ অক্টোবর) বেলা ৩ টায় উপজেলার ধারাবহরস্থ প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত নতুন কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি রতন মনি চন্দ (দৈনিক সমকাল), মো. জহুরুল ইসলাম (দৈনিক আলোর জগত), আব্দুল কুদ্দুছ (দৈনিক সবুজ সিলেট ও অন টিভি নিউজ),জাহেদুর রহমান জাহেদ (দৈনিক সিলেট বাণী), ইমরান আহমদ (আমাদের গোলাপগঞ্জ), কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী (হলি সিলেট), যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মাসউদ আফছর (দৈনিক সিলেট মিরর), দপ্তর সম্পাদক আব্দুল আহাদ (দৈনিক সিলেট সংলাপ), প্রচার সম্পাদক সাকিব আল মামুন (দৈনিক একাত্তরের কথা), নির্বাহী সদস্য অজামিল চন্দ্র নাথ (দৈনিক শ্যামল সিলেট), শাহিন আলম শাহেদ (ডেইলি সংবাদ), আনোয়ার হুমায়ুন (আমাদের প্রতিদিন) ও হোসেন আহমদ (দৈনিক তৃতীয় মাত্রা)।

(একেআর/এএস/অক্টোবর ০২, ২০২২)