দিলীপ চন্দ, ফরিদপুর : ‘চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা’ এই স্লোগানকে সামনে রেখে  ফরিদপুরের জাতীয় উৎপাদনশীলতা দিবসে উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার দুপুর ১২টার সময় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. তাসলীমা আলী।

এসময় জেলার বিভিন্ন উদ্যোক্তারা তাদের উৎপাদিত পন্যের বাজার ও তার বিস্তার নিয়ে জেলা প্রশসানের সঙ্গে আলোচনা করেন ।

সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অতুল সরকার, ভোক্তা অধিকারের সোহেল শেখ, বিসিকের উপ-পরিচালক মো. রফিকউল্লাহ, নারী উদ্যোক্তা ওমেয়া বেগম মৌ, আলেয়া বেগম প্রমুখ ।

এসময় বক্তরা বলেন, ফরিদপুরের পাট পন্যকে বহুমুখি উৎপাদনের জন্য সকলকে গুরুত্ব দিতে হবে। এই জন্য স্থানীয় প্রশানের পাশাপাশি বেসরকারি জুট মিল মালিকদেরও ভূমিকা রয়েছে ।

তারা বলেন, জেলার ছোট-বড় ৫শতাধিক উদ্যোক্তদের এগিয়ে আসতে হবে নিজস্ব পন্য নিয়ে, আর এ উদ্যোক্তাদের বাজার বিস্তারের সার্বিক সহযোগিতা করতে হবে জেলা প্রশাসনের তবেই জেলা ভিত্তিক পণ্যের প্রসার ঘটবে।

(ডিসি/এএস/অক্টোবর ০২, ২০২২)