নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় নিখোঁজ হওয়ার দু’দিন পর ইয়ামিন (৩২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রবিবার সকালে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দুরের নির্জন মাঠের মধ্যে এক বট গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার দুর্গম ছাতারদিঘী ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ইয়ামিন গত শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শনিবার দিনভর খোজাখুজি করে কোথায় ইয়ামিনের সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে পাছতিরাইল গ্রামের মাঠের মধ্যে পীরতলা দরগার বটগাছের সঙ্গে তার ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ওই গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে বটগাছে ইয়ামিনের মৃতদেহ ঝুলতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধারের পর নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। (এমআর/অ/অক্টোবর ১২, ২০১৪)