শাহ্ আলম শাহী, দিনাজপুর : উত্তরের সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরে বিজয়া দশমীর দিনে মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়। বিসর্জনের মধ্য দিয়ে দেবী আবার মর্ত্যলোক ছেড়ে স্বর্গলোকে যাবেন। বিদায়ের এ সময়ে মাকে হাসিমুখে বিদায় জানাতে সিঁদুর খেলে রঙিন মুখে চলছে বিদায়ের প্রস্তুতি। প্রতিমা বিসর্জনের আগ মুহুর্তে  চলছে সিঁদুর খেলা'র মহোৎসব। মণ্ডপে মন্ডপে চলছে সিঁদুর খেলা। ভক্তরা একে অপরের মুখে মেখে দিচ্ছেন,লাল সিঁদুর।

দিনাজপুর জেলায় এবার মোট ১ হাজার ২৪২ টি মন্ডপে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গাপূজা।

দেবীর কষ্টশুধু বিবাহিত নারীর মধ্যে এই সিঁদুর খেলা সীমাবদ্ধ থাকে না; অবিবাহিত নারীরাও রঙিন হন লাল সিঁদুরে।দিনাজপুরের প্রতিটি দূর্গা মন্ডপে নারী-পুরুষ ভক্তরা ঢাকের তালে তালে একে অপরকে সিঁদুর পরিয়ে এবং আবির মাখিয়ে উৎসবের মধ্য দিয়ে মা দূর্গাকে বিদায় জানায়। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী দর্পন বিসর্জনের পর শান্তিজল গ্রহন করে শেষ হয় দেবীর শাস্ত্রীয় বিসর্জন।

বিকাল ৩ টা থেকে শোভাযাত্রা নিয়ে দিনাজপুর শহরের প্রত্যেকটি মন্ডপ থেকে প্রতিমাগুলো নেয়া শহরের উপকন্ঠে পুনর্ভবা নদীর সাধুর ঘাটে পৌছোবে। পুনর্ভবা নদীর সাধুর ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় বাঙ্গালী সনাতন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। এছাড়াও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলের মন্ডপগুলোর প্রতিমা বিসর্জন দেয়া হয় নিকটস্থ নদী বা জলাশয়ে। প্রতিমা বিসর্জনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তামুলক ব্যবস্থা।

এদিকে সুষ্টু ও শান্তিপুর্নভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্নে সর্বাত্মক ব্যবস্থা নেয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দিনাজপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু।

(এসএএস/এএস/অক্টোবর ০৫, ২০২২)