রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দুর্গাপুজা দেখতে যাওয়ার পথে সন্ত্রাসীরা দুই ভাই -বোনের উপর হামলা চালিয়ে সোনার গহনা ও টাকা লুটপাট করার ঘটনায় থানায়  দায়েরকৃত অভিযোগ তুলে  নিতে বাবাকে পিটিয়ে জখম করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের জলিল গাজীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।

কালিঞ্চি গ্রামের বনমালী মণ্ডল জানান, বুধবার বিকেল ৫টার দিকে বাপের বাড়ি রমজাননগর থেকে ভাই চন্দন মণ্ডলকে নিয়ে মানিকখালি ব্রীজে বিজয়া দশমী দেখতে যাওয়ার সময় শফি মার্কেটের কাছে তার স্ত্রী সর্বানী মণ্ডল ও শ্যালক চন্দন মণ্ডলকে মারপিট করে সোনার গহনা, নগদ টাকা ও একটি মোবাইল সেট কেড়ে নেয় রমজাননগর গ্রামের মোক্তার গাজীর ছেলে জোড়া খুনের মামলার আসামী মতিউর রহমান ও তার লোকজন। এ ঘটনায় রাতেই সর্বানী মণ্ডল থানায় অভিযোগ করে। বৃহষ্পতিবার সকালে বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।

বনমালী মন্ডল আরো জানান, মতিউর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ায় ক্ষুব্ধ হয় তার সহযোগীরা। একপর্যায়ে তার শ্বশুর কিরণ মণ্ডল বৃহষ্পতিবার সকাল ৮টার দিকে জলিল গাজীর দোকানে বিস্কুট কিনতে গেলে রমজাননগরের আব্দুল হামিদের ছেলে মতিয়ারের সহযোগী হত্যা, ডাকাতি ও নারী নির্যাতন মামলার আসামী ফজর আলী কাঠের বাটযুক্ত ছাতা দিয়ে পিটিয়ে জখম করে। মামলা তুলে না নিলে বা নতুন করে আবার থানায় অভিযোগ দিলে ফল ভালো হবে না বলে হুমকি দেওয়া হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, হামলাকারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এএস/অক্টোবর ০৭, ২০২২)