ফয়জুল মুনির, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে মাছ ধরাকে কেন্দ্র করে দিনমজুরের উপর আতর্কিত হামলার অভিযোগ উঠেছে, কাছিপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রিপন সিকদারের বিরুদ্ধে। ঘটনাস্থলে গিয়ে ওই ইউপি সদস্য কর্তৃক প্রতিপক্ষকে মারধর করার অভিযোগ পাওয়া যায়।এতে দিনমজুর বাবা ও ছেলে আহত হয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারধরে আহত মোঃ মোস্তফা হাওলাদার(৫৫) ও মোঃ খোকন হাওলাদার (৩৪) ওই গ্রামের বাসিন্দা।

আহত খোকন হাওলাদার অভিযোগ করে বলেন, আমাদের নিজের পুকুরে মাছ ধরে নেওয়ার সময় স্বপন মৃধা, মাসুদ হাওলাদার ও সৌরভ সিকদার সহ তার পরিবারের লোকজন এসে হঠাৎ বলে তাদের পুকুরের মাছ নাকি আমাদের পুকুরে এসে পড়েছে, সেই মাছগুলো তোরা ধরে নিয়ে যাচ্ছিস। এ নিয়ে কথা কাটাকাটি হলে একপর্যায় ওই বাড়ির জামাই দরিয়াবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার রিপন সিকদার তার শ্বশুর ও আত্মীয়দের নিয়ে, আমাকে এবং আমার মা-বাবাকে এলোপাতাড়ি মারধর করে। তারা এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা ওই মেম্বার সহ মারধরকারীদের বিচার দাবি করছি। আমরা গরীব বলে কি আমাদের জন্য আইন নেই?

এ বিষয় ইউপি সদস্য রিপন সিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কি ঘটনা ঘটেছে তা আমার জানা নেই। ঘটনার সময় আমি ছিলামও না। পরে জেনেছি এটা তাদের পারিবারিক সমস্যা।

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল-মামুন বলেন, মারধরের ঘটনা আপনার মাধ্যমে জানতে পারলাম। তবে কেউ এখনও লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এফএম/এসপি/অক্টোবর ০৮, ২০২২)