মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার রাতে হরিচরন মণ্ডল (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে একই গ্রামের কানু দেব মণ্ডলের ছেলে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে হরিচরন হাত-মুখ ধোয়ার জন্য বাইরে বের হলে দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় গোঙানির শব্দ শুনে লোকজন বেরিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।


রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। মৃতদেহের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের চিহৃ রয়েছে। তার সাথে জমিজমা নিয়ে নিকটজনদেরই দ্বন্দ্ব রয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, হরিচরনের সাথে তার চাচাতো ভাইদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ কারণে এ ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।


মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিক জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

(এএসএ/এএস/অক্টোবর ১৩, ২০১৪)