রাজন্য রুহানি, জামালপুর : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, সরকার দলীয় নেতাকর্মীদের লুটপাটের কারণে দেশের আজ বিপর্যস্ত অবস্থা। তারা বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করে তাদের আর্থিক নিরাপত্তা বলয় তৈরি করেছেন। এজন্য দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। আর এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষজনকে।

সোমবার (১০ অক্টোবর) সকালে সারাদেশে পুলিশের গুলিতে বিএনপি নেতাদের নিহতের স্মরণে শোক র‌্যালি শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিনেতা শাহ্ ওয়ারেছ আলী মামুন আরও বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছেন ২০২৩ সালে বাংলাদেশে সংকট দেখা দেবে। তার এই আগাম বলার কারণ হলো তারা ইতোমধ্যেই টাকা বিদেশে পাচার করেছেন। তারা টাকা পাচার করে তাদের নিরাপত্তা বলয় তৈরি করেছে। কানাডায় বেগমপাড়ায় জমি ও বাড়ি কিনে নিরাপদ আবস্থল তৈরি করেছেন। আজকে জনগণের যে জোয়ার সারাদেশে তেরি হয়েছে হয়তো তারা এদেশ ছেড়ে পালিয়ে কানাডায় বেগমপাড়ায় চলে যাবেন। আর পাচার করা টাকা দিয়ে তাদের ভবিষ্যৎ জীবন-জীবিকা নির্বাহ করবেন।

জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন।

এর আগে স্থানীয় দয়াময়ী চত্বর থেকে শোক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শোক র‌্যালিতে বিএনপিসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

(আরআর/এএস/অক্টোবর ১০, ২০২২)