অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহে সাম্প্রতিক সময়ের সংঘটিত অপরাধগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় কিশোর অপরাধ। যদিও এটি একটি সামাজিক সমস্যা। কিন্তু বর্তমানে অপরাধ সম্রাজ্যে কিশোর অপরাধ ক্রমেই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ঝিনাইদহের শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে কিশোর অপরাধ।  যার ফলে একের পর এক ঘটছে ধর্ষণ, খুন, চুরি, ছিনতাইয়ের মত ঘটনা ।

অভিযোগ রয়েছে, এসব কিশোর অপরাধীদের পেছন থেকে মদদ দিচ্ছেন রাজনৈতিক দলের কিছু উচ্চাভিলাষী নেতা। যারা তাদের ব্যবহার করে ফায়দা লুটতে ব্যস্ত। বিশেষ করে সমাজে তাদের অবস্থান শক্তিশালী করতে এসব কিশোর বা উঠতি বয়সী তরুণকে নানা অনৈতিক কাজে ব্যবহার করছেন তারা।

সচেতন নাগরিক সমাজের ধারণা, স্কুল-কলেজগামী কিশোরদের হাতে দামি মোবাইল ও প্রযুক্তির অপব্যবহারে তারা জড়িয়ে পড়ছে খুন ছিনতাইসহ নানা ধরনের অপরাধে। তাছাড়া অভিভাবকদের অসচেতনতার কারণে বিপথগামী কিশোররা নেশার টাকা জোগাড় করতে চুরি ছিনতাইয়ের মত জড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের অপকর্মে।

জানা যায়, গত মার্চে সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হোসাইন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে জুলফিকার ও ফিরোজ হোসেন নামের আরও দুই কিশোর। গত কয়েক মাসে জেলার বেশ কয়েক জায়গায় কিশোর অপরাধীদের হাতে আহত হয়েছে অনেকে।

এছাড়া ছিনতাই আতঙ্ক বিরাজ করছে ঝিনাইদহ শহর ছাড়াও জেলার বিভিন্ন অঞ্চলে। সন্ধ্যার পরপরই এক শ্রেণির উঠতি বয়সী কিশোররা বিভিন্ন সড়কে মোটরসাইকেল ব্যবহার করে পথচারীদের মোবাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে অবাধে পালিয়ে যাচ্ছে । এ ধরনের একের পর এক ছিনতাইয়ের ঘটনায় যেকোনো সময় প্রাণহানী ঘটতে পারে বলে ভুক্তভোগীদের আশঙ্কা।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, যারা এ অপরাধের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের বয়স ১৪-২০ বছরের মধ্যে।

ঝিনাইদহ জেলা মানবাধিকার বাস্তবায়ন সংসার সভাপতি অমিনুর রহমান টুকু বলেন, মিডিয়ায় প্রচারিত বড় শহরগুলোর কিশোর গ্যাং এর সংবাদও উৎসাহিত করছে কিশোরদের। এখনি পদক্ষেপ না নিলে সাংস্কৃতিকভাবে ঝিনাইদহের ভবিষ্যতে সামাজিক নৈরাজ্যসহ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছর ধরে কিশোরদের গ্যাং কালচার বা সংঘবদ্ধ অপরাধের ভয়ঙ্কর চিত্র সামনে এলেও তা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে কিশোর অপরাধের প্রবণতা কমানো যায়নি, বরং বেড়েছে।

সম্প্রতি টিকটক, লাইকির মতো ভিডিও শেয়ারিং অ্যাপ ব্যবহারে ঝুঁকে পড়ছেন কিশোর-তরুণরা। এক্ষেত্রেও তৈরি হচ্ছে নতুন নতুন গ্রুপ। এসব গ্রুপে থাকছে একাধিক মেয়ে সদস্য। তাদের দিয়ে তৈরি হচ্ছে আকর্ষণীয় ভিডিও। সস্তা জনপ্রিয়তা পেতে না বুঝে এসব গ্রুপে যুক্ত হচ্ছেন উঠতি বয়সী তরুণীরা। অনেক ক্ষেত্রে টিকটকের নায়িকা বানানোর টোপ দিয়ে তাদের দলে ভেড়ানো হচ্ছে। একবার দলে ভেড়ানো গেলে সেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা থাকে না।

ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান বলেন, স্কুলগামী শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার অভাব, তাদের হাত দামি মোবাইল আর এসব মোবাইলে প্রযুক্তির অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজলভ্যতা কিশোরদের বিভিন্ন অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। গ্রামঞ্চলে অভিভাবকদের অসচেতনতায় কিশোররা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে, আসক্ত হচ্ছে নেশায়। তারা নেশার টাকা জোগাড় করতে পা বাড়াচ্ছে অপরাধ জগতে।

তিনি আরো বলেন, পরিবার ও সমাজের ইতিবাচক পদক্ষেপ ছাড়া কিশোর অপরাধ রোধ করা সম্ভব নয়। এক্ষেত্রে প্রথমেই এগিয়ে আসতে হবে পিতামাতা তথা অভিভাবকদের। আমরা বিট পুলিশিং এর মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করছি। যথাযথ আইন প্রয়োগ করে এই সমস্যার সমাধান করতে হবে।

(একে/এএস/অক্টোবর ১১, ২০২২)