রাজন্য রুহানি, জামালপুর : চলতি বছরের সেপ্টেম্বর মাসে জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচন করা হয়।

গতকাল সোমবার (১০ অক্টোবর) দুপুরে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাঁকে বিশেষ সম্মাননা দেন পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদ। সম্মাননার মধ্যে ছিল ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান।

ওসি কাজী শাহনেওয়াজ ইমন জানান, আমার এই অর্জনে শ্রদ্ধেয় পুলিশ সুপার স্যারসহ সকল সিনিয়র অফিসারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার জামালপুর থানা টিমের সকল সহকর্মীদের প্রতি যাদের সম্মিলিত কর্মের ফলাফল হিসেবে আমি এই পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছি।

পুলিশ সুপার জানান, সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন সেপ্টেম্বর মাসে গ্রেফতারি পরোয়ানা তামিল, অপহরণ মামলার আসামি দ্রুত গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার, খুন মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ ও ক্লু-লেস মামলা নিষ্পত্তি, চুরি মামলার রহস্য উদঘাটন এবং চোরাই মালামাল উদ্ধারসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। তাই জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।

(আরআর/এসপি/অক্টোবর ১১, ২০২২)