শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : ২০২১-২২ অর্থবছরের উন্নয়ন সংশোধিত বাজেট "ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের আওতায়" অনগ্রসরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং কোভিট-১৯ মোকাবেলায় মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী খাতে বরাদ্দকৃত অর্থ দ্বারা বকশিগঞ্জ উপজেলাধীন বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে জগ লাইট ও নগদ অর্থ বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি এলাকার বন‍্যহাতির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও জগ লাইট,শিক্ষা বৃত্তি ১০ জন ৯ হাজার ৬০০ টাকা ,২০ জন ৬০০০ হাজার, ৪০ জন ২ হাজার ৪০০, করে ১০টি বাইসাইকেলবিতরণ করেছেন জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। উপস্থিত ছিলেন বকশিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান লাকপতি। সভাপতিত্ব করেছেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা।

(এসপি/এসপি/অক্টোবর ১১, ২০২২)