সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ২২ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷

আজ রবিবার ভোরে উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়। আটককৃত ২২ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন।

সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার শেখ চাদপাড়া গ্রামের মো. আমিরুল ইসলাম (৪২), মো. আওয়াল (৪৫), মো. বেলায়েত (৪৫), মো. ইউনুস আলী (২৬), মো. কাইয়ুম (২২), মো. সুরুজ (২৩), চালুহারা গ্রামের মো. সোহেল রানা (২৭), মো. রহুল আমিন (৩২), মো. সানোয়ার (৩৫), মো. লুৎফর রহমান (৩৫), মুরাদপুর গ্রামের মো. ইউছুব আলী (২৫), মো. সোহেল রানা (৩০), মো. রানা (৩০), মো. সিরাজুল (৪৫), ফুলহারা গ্রামের মো. বানিছ (৪৩), বারুবাড়িয়া গ্রামের সাখাওয়াত হোসেন (৩৫), খাষপুখুরিয়া গ্রামের শাহ আলম (৪০), মিরছিগাতি গ্রামের বেল্লাল (২৩), মো. ফারুক সরকার (২৩), মো.সাইফুল সরকার (৫৫), রুবেল সরকার (২৬), মো. মোশাররফ হোসেন (২০)।

চৌহালী নৌ থানার অফিসার ইনচার্জ ফারুখ হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে রবিবার ভোরে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় ২২ জেলেকে ৭ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি মা ইলিশসহ আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে জব্দকৃত মাছ মাদ্রাসায় বিতরণ করা হয় এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অফিসার ইনচার্জ আরো জানান, অভিযানে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, ক্ষেত্রে সরকারি শফিকুল ইসলাম শফি, চৌহালী থানা পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/অক্টোবর ১৬, ২০২২)