বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : চট্টগ্রামের জাহাজডুবির ঘটনায় মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মন্ডলগাতী ও নহাটা ইউনিয়নের খলিশাখালী ও বাবুখালীর দাহিয়াদাহ গ্রামের শোকাহত পরিবার গুলোর খোঁজ খবর নিতে মাগুরা-২ আসনের বার বার নির্বাচিত সাংসদ সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার  শনিবার বিকালে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ছুটে যান ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর বাড়ীতে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, সরকারি কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মোছাঃ বেবী নাজনীন, পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী, পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নু উপস্থিত ছিলেন।সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার এসময়ে প্রাথমিক ভাবে প্রত্যেক পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া জাহাজটির ৯ নাবিকের ৮ জনের বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায়।ক্ষতিগ্রস্ত প্রত্যেক বাড়িতে চলছে শোকের মাতম।এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

(বিএসআর/এসপি/অক্টোবর ১৬, ২০২২)