তুষার বাবু, নেত্রকোণা : আজ সোমবার উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল জেলা পরিষদ নির্বাচন। ভোট গণনা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও ৭৫'এর প্রতিরোধ যোদ্ধা এ্যাড. অসিত সরকার সজল 'আনারস' প্রতীক নিয়ে ৯৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে জেলার ১০টি উপজেলার ১০টি কেন্দ্রেই সুষ্ঠভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয়। ১০টি উপজেলা, ৫টি পৌরসভা এবং ৮৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ মোট ১২ শত ১৩ জন ভোটার এই নির্বাচনে অংশগ্রহণ করেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বতা করেন।

অনান্য জেলার তুলনায় নেত্রকোণার রাস্তাঘাট ও শিল্প-বাণিজ্যে তুলনামূলকভাবে পিছিয়ে আছে। নির্বাচনে জনপ্রতিনিধি তথা ভোটারদের আকাঙ্ক্ষা নব নিযুক্ত চেয়ারম্যান জেলার রাস্তাঘাট সহ মানুষের কল্যানে নিবেদিত থাকবেন। তাদের আশা নেত্রকোণা জেলা পরিষদের নতুন চেয়ারম্যান এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব জেলা পরিষদ গঠন করবেন।

(টিবি/এসপি/অক্টোবর ১৭, ২০২২)