অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কনক কান্তি দাসকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী এম হারুন অর রশিদ জয়ী হয়েছেন। তিনি ৪৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।

সোমবার (১৭ অক্টোবর) ঝিনাইদহ জেলা নিবার্চন অফিসার আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নিবার্চন অফিসার আব্দুস ছালেক জানান, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কনক কান্তি দাস পেয়েছেন ৪৬৩ ভোট।
এর আগে, সকাল ৯টা থেকে ইভিএম পদ্ধতিতে শুরু হয় ঝিনাইদহ জেলা পরিষদের ভোটগ্রহণ।দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে দুইজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন কনক কান্তি দাস। তার প্রতীক ছিল চশমা। স্বতন্ত্র প্রার্থী এম হারুন অর রশিদের প্রতীক ছিল আনারস। এখানে মোট ভোটার ছিলেন ৯৫৪ জন। ছয় উপজেলার ৬টি ভোট কেন্দ্রের ১২টি বুথে ভোটগ্রহণ করা হয়।

জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক জানান, এই নির্বাচন নিরবিচ্ছিন্ন করতে প্রতিটি কেন্দ্র এবং আশপাশের এলাকায় সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছিল। এছাড়া নির্বাচন ঘিরে বিজিবি, পুলিশ, আনসার, মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্সসহ ৪০০ এর বেশি আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

(একে/এসপি/অক্টোবর ১৭, ২০২২)