আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সদর ইউনিয়নের উজ্জ্বলতা গ্রামের জালাল উদ্দিন ফকিরের ছেলে আব্দুল মজিদ (৪০) ও মৃত আশরাফ প্রামানিকের ছেলে মোঃ ইসলাম (৪৭)।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মন জানান, সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের উজ্জ্বলতা গ্রামের জনৈক রাজিবের নির্মাণাধীন বসতবাড়ীর পিছনে আব্দুল মজিদ ও ইসলাম নামে দুই মাদক বিক্রেতা গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ ফেরদৌস ও সহকারী উপ-পরিদর্শক মশিউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের তল্লাশি করে উক্ত পরিমান মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

(এস/এসপি/অক্টোবর ১৮, ২০২২)