বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে জাতীয় স্যানিটেশন মাস  ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। হাতের পরিছন্নতা এসো সবে এক হই, এ প্রতিপাদ্য নিয়ে, উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে। 

মহম্মদপুর উপজেলা জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী আবুল হাসনাত কাজলের পরিচালনায়, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ এসে শেষ হয়।

পরে পরিষদ চত্ত্বরে এক হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে সুধীজন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকেরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা নির্বাহি অফিসার রামানন্দ পাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, পলাশবাড়ীয়া ইউনিয়নের

চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলীসহ সুধীজন শিক্ষার্থী ও উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দও বিভিন্ন শ্রেণি-পেশার লোকেরা উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/অক্টোবর ১৮, ২০২২)